আধুনিক টিকিট বুকিং ব্যবস্থায় চীনে বেড়েছে বিদেশি পর্যটক
2024-04-20 19:29:42

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের রাজধানী সি’আনের বিশ্ববিখ্যাত টেরাকোটা ওয়ারিয়ার্স জাদুঘরটি। এটি মূলত সম্রাট ছিন সি হুয়াংয়ের সমাধি।


সম্প্রতি জাদুঘরটিতে বিদেশি পর্যটকরা নিজস্ব মুদ্রায় আগাম টিকিট বুকিংয়ের পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন মোট ৯০০টি টিকিটিং প্লাটফর্মে। এ কারণে স্থানটিতে বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যা।


পর্যটকরা ওভারসিজ ইন্টিগ্রেশন সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের টিকিট আগাম বুক করছেন। বিশ্বের ৩৯টি দেশ ও অঞ্চলের মোট ২৯টি মুদ্রা বিনিময় ব্যবস্থা রয়েছে এ পরিষেবার আওতায়।


অস্ট্রেলিয়া থেকে চীনে শিক্ষাসফরে আসা এক শিক্ষার্থী বলেন, ‘পরিষেবাটি খুব ভালো লেগেছে। এটা সুবিধাজনক ও সহজ মনে হচ্ছে। হয়তো বন্ধুদের নিয়েও এখানে আসতে পারি।’


অপর এক অস্ট্রেলীয় শিক্ষার্থী বলেন, ‘আমি অস্ট্রেলিয়া, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে লোকজনকে চীনে সুন্দর জিনিস দেখাতে নিয়ে আসবো।’


শুভ/ফয়সল


তথ্য ছবি: সিসিটিভি