ইন্দোনেশিয়া সফর করলেন ওয়াং ই
2024-04-20 19:11:17

এপ্রিল ২০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৮ ও ১৯ এপ্রিল ইন্দোনেশিয়া সফর করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এবং ওয়াং ই’র সফরসম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। 


সফরকালে ওয়াং ই বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত দিক-নিদের্শনায়, দু’দেশ অভিন্ন কল্যাণের সমাজের নতুন অধ্যায় শুরু করেছে। দু’দেশের সম্পর্কের উন্নয়ন থেকে বিপুল সাফল্য অর্জিত হয়েছে। আর এর কারণ হচ্ছে, কৌশলগত স্বাধীনতা, পারস্পরিক জয়-জয় সহযোগিতা, এবং ন্যায়ের পক্ষে দু’পক্ষের অবিচল থাকা।


চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’পক্ষের উচিত কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করা, পরস্পরের উন্নয়ন-কৌশলকে সংযুক্ত করা, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার ম্যধ্যমে দু’পক্ষের বাস্তব সহযোগিতা আরও উন্নত করা, এবং দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিয়ে যাওয়া। 


সফরকালে দু’দেশের মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হয়েছে বলেও জানান চীনা মুখপাত্র। 

(আকাশ/আলিম/ফেইফেই)