‘চীনা বাজারে ব্যাপক অংশগ্রহণ না থাকলে সফল বহুজাতিক কোম্পানি হওয়া যায় না’
2024-04-19 18:45:55

এপ্রিল ১৯: জার্মানির মর্যাদাপূর্ণ অপটিক্যাল ও অপটোইলেক্ট্রনিক যন্ত্রপাতি কোম্পানি জেইসের প্রেসিডেন্ট ম্যাক্সিমিলিয়ান ফরেস্ট বলেছেন, চীনা বাজারে ব্যাপকভাবে অংশগ্রহণ না করলে একটি সফল বহুজাতিক কোম্পানি হওয়া যায় না। মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধারের যুগে একটি সফল বহুজাতিক কোম্পানি কীভাবে চীনের বাজারকে দেখে, এমন প্রশ্নের জবাবে, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন।  

ফরেস্ট বলেন, জেইসের মত বহুজাতি কোম্পানির জন্য চীন অবশ্যই প্রাথমিক বাজার হতে হবে। জেইস চীনা অর্থনীতি উন্নয়নের সম্ভাবনায় বিশ্বাস করে। বর্তমানে একটি সফল বহুজাতি কোম্পানি হতে চাইলে ব্যাপকভাবে চীনা বাজারে অংশগ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি।

(তুহিনা/হাশিম/শিশির)