চীনে ফাইভ জি বেস স্টেশন ছাড়িয়েছে ৩৬ লাখ
2024-04-19 17:12:43

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: এ বছরের মার্চের শেষ নাগাদ চীনে ফাইভ-জি বেস স্টেশনের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানালো এ তথ্য।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র চাও চিকুও জানান, মার্চের শেষ নাগাদ, চীন ৩৬ লাখ ৪৭ হাজার ফাইভ-জি বেস স্টেশন স্থাপন করেছে, যেখানে ফাইভ-জি ব্যবহারকারীর কভারেজ ৬০ শতাংশ ছাড়িয়েছে।

গিগাবাইট সেবাপ্রদানকারী নেটওয়ার্ক পোর্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৫ লাখেরও বেশি। এবং বিশ্বের প্রথম ৪০০-জি অল-অপটিক্যাল আন্তঃপ্রাদেশিক কী নেটওয়ার্কটিরও আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিকীকরণ সম্পন্ন হয়েছে।

উদ্ভাবনের ওপর ভিত্তি করে, চীন ফাইভ-জি, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একাধিক প্রযুক্তির সমন্বিতকরণ করে চলেছে। পাশাপাশি ৬-জি এবং ১০ গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক নিয়ে চলছে গবেষণা।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি