ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সহযোগিতা জোরদারের অঙ্গীকার
2024-04-19 17:11:04

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বৃহস্পতিবার জাকার্তায় সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষ সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং পাপুয়া নিউ গিনিতে ছয় দিনের সফরে রয়েছেন।

বৈঠকের সময়, ওয়াং প্রেসিডেন্ট উইডোডোকে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ইন্দোনেশিয়াকে অভিনন্দন জানান।

ওয়াং ই বলেন, চীন ইন্দোনেশিয়ার সাথে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করতে, কৌশলগত সহযোগিতাকে গভীর করতে ইচ্ছুক, যাতে প্রধান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অভিন্ন  ভবিষ্যত, সংহতি ও সহযোগিতার উদাহরণ স্থাপন করা যায়।

ওয়াং আরও বলেন, চীন ইন্দোনেশিয়াকে তার জাতীয় অবস্থার সাথে মানানসই উন্নয়নের পথ অনুসরণ করতে ও  গোল্ডেন ইন্দোনেশিয়া ২০৪৫  রূপকল্প বাস্তবায়নে দৃঢ়ভাবে সমর্থন জানায় এবং ইন্দোনেশিয়ার সঙ্গে তাদের আধুনিকীকরণের পথে নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী  একসঙ্গে এগিয়ে যেতে ইচ্ছুক।

উইডোডো বলেন, ইন্দোনেশিয়া চীনের সাথে তার সম্পর্ককে গুরুত্ব দেয় এবং অর্থনীতি ও বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার এবং চীনা বাজারে প্রবেশের জন্য আরও ইন্দোনেশিয়ান উচ্চ-মানের পণ্য প্রচারের আশা করে।

ইন্দোনশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ইন্দোনেশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, এক-চীন নীতি মেনে চলতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে যৌথভাবে রক্ষা করতে ইচ্ছুক।

জাকার্তা-বান্দুং হাই-স্পিড রেলওয়ের সফল উদ্বোধন এবং অপারেশনের কথা উল্লেখ করে, উইডোডো বলেন, তিনি আশা করেন যে চীন ইন্দোনেশিয়ার উচ্চ-গতির রেলপথ নির্মাণে সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও চীনা কোম্পানিকে ইন্দোনেশিয়ায় বিনিয়োগ এবং ব্যবসা করতে স্বাগত জানান।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মতো ইস্যুতেও দুই পক্ষ মতবিনিময় করেছে।

 

শান্তা/রহমান

তথ্য: সিসিটিভি