বেইজিংয়ে শুরু হলো চলচ্চিত্র উৎসব, প্রতিযোগিতা করছে ১৫টি চলচ্চিত্র
2024-04-19 17:09:13

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪।  ফেস্টিভ্যালে সারা বিশ্ব থেকে মোট ১৫টি চলচ্চিত্র থিয়ানথান পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বেইজিং পৌর প্রশাসনের আয়োজিত উৎসবে চলচ্চিত্র প্রেমীদের জন্য ফোরাম, রোডশো এবং মাস্টারক্লাসের মতো প্রায় ১০০টি ইভেন্ট রয়েছে। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানটি হুয়াইরো জেলার বেইজিং ইয়ানছি লেক ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটেন থিয়েনথান সম্মাননার জুরি কমিটির সাতজন সদস্যসহ ৩৫০ জনের বেশি চলচ্চিত্র জগতের পেশাজীবী ও শিল্পী।

বেইজিংয়ের মেয়র এবং উৎসব আয়োজক কমিটির যুগ্ম চেয়ারম্যান ইয়িন ইয়ং বলেন, "চলচ্চিত্র হল একটি শৈল্পিক বন্ধন যা আমাদের হৃদয়কে সংযুক্ত করে”। তিনি আরও বলেন, ‘২০২৩ সাল ছিল চীনা চলচ্চিত্রগুলোর ঘুরে দাঁড়ানোর বছর।’

অনুষ্ঠানে সিএমজির সভাপতি এবং উৎসব আয়োজক কমিটির যুগ্মচেয়ারম্যান শেন হাইসিয়ং চলচ্চিত্র শিল্পের প্রতি তার শ্রদ্ধা ও শুভেচ্ছা ব্যক্ত করেন।

ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী মার্গারেথ মেনেজেসও অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা দেন। তিনি বলেন,  "বছরটি ব্রাজিল এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে"। তিনি আরও বলেন, ‘‘আমরা চারটি চলচ্চিত্র নিয়ে আসছি যা আমাদের সাংস্কৃতিক এবং আঞ্চলিক বৈচিত্র্যকে তুলে ধরে"।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমজির ডেপুটি এডিটর ইন চিফ এবং উৎসব আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ফান ইয়ুন অংশগ্রহণ করেন।

বিষয়বস্তুর গভীরতা, নান্দনিকতাসহ বিভিন্ন দিক বিবেচনা করে ১০টি সম্মাননার জন্য বিজয়ীদের নির্বাচন করবে জুরি কমিটি। উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এবারের উৎসবের অতিথি দেশ ব্রাজিল। ব্রাজিলিয়ান চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি বিশেষ দিন থাকবে। বিখ্যাত পরিচালক কার্লোস সালদানহা থিয়ানথান অ্যাওয়ার্ডের জুরি কমিটির সদস্য হিসেবে উৎসবে অংশগ্রহণ করছেন।

বেইজিং, থিয়েনচিন এবং হেবেইতে ২৭টি সিনেমা হলে এই উৎসবে ২৫০টিরও বেশি উচ্চ-মানের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

শান্তা/ফয়সল