২০২৪ সালের প্রথম প্রান্তিকে চীনের ব্যবসায়িক কার্যক্রমের তথ্য-উপাত্ত
2024-04-19 18:55:44

এপ্রিল ১৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে আজ (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে দেশের ব্যবসায়িক কার্যক্রমের তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সাধারণ বিষয়ক বিভাগের পরিচালক ইয়াং থাও যৌথভাবে উচ্চ-মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণের নতুন অগ্রগতি এবং নতুন ফলাফল তুলে ধরেন, যা প্রধানত চারটি দিকে প্রতিফলিত হয়েছে:

প্রথমটি হলো, বাণিজ্যিক সহযোগিতার সূচনা সুষ্ঠু হয়েছে। প্রথম ত্রৈমাসিকে, যৌথভাবে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগের সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পণ্য-বাণিজ্যে আমদানি ও রপ্তানির মূল্য ৪.৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৫ শতাংশ বেশি।

দ্বিতীয়টি হলো, বৈদেশিক বিনিয়োগ স্থিতিশীলভাবে উন্নয়ন হচ্ছে। প্রথম ত্রৈমাসিকে, যৌথভাবে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোতে চীনের অর্থ-বহির্ভূত সরাসরি বিনিয়োগ ৫৪.৩২ বিলিয়ন ইউয়ান রেনমিনপি হয়েছে এবং যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি।

তৃতীয়টি হলো, প্রকল্পের নির্মাণ কাজ স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে গুণগত মানও বেড়েছে। পরিবেশ-বান্ধব সহযোগিতা প্রকল্পের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ও মধ্য এশিয়াসহ নানা অঞ্চলে অনেকগুলো ফটোভোলটাইক পাওয়ার স্টেশন প্রকল্প যথাক্রমে সম্পন্ন হতে যাচ্ছে এবং সেগুলো স্থানীয় এলাকাগুলোতে সবুজ এবং পরিচ্ছন্ন শক্তি সরবরাহ করবে।

চতুর্থটি হলো, সহযোগিতার ব্যবস্থার নির্মাণ কাজ দ্রুততর হওয়া। উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার ক্ষেত্রে চীন সংযুক্ত আরব আমিরাত, অ্যাঙ্গোলা, মালদ্বীপ এবং অন্যান্য দেশের সাথে ডিজিটাল, সবুজ, সমুদ্র এবং অন্যান্য ক্ষেত্রে ৬টি নতুন বিনিয়োগ সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে।

(লিলি/হাশিম/শিশির)