‘চীনের অতিরিক্ত উত্পাদন ক্ষমতা’ ধারণাটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জবরদস্তি এবং আধিপত্যবাদের নজির: মুখপাত্র
2024-04-19 19:10:05

 এপ্রিল ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র উত্থাপিত ‘চীনের অতিরিক্ত উত্পাদন ক্ষমতা’ প্রসঙ্গে মন্তব্য করেছেন।

তিনি বলেন, কথিত ‘চীনের অতিরিক্ত উত্পাদন ক্ষমতা’ কোনো নতুন ধারণা নয়।  এক সময়ে বিশ্বে চীনের  রপ্তানি করা  সস্তা পণ্যকে ‘অতিরিক্ত উত্পাদন ক্ষমতা’ হিসেবে মনে করা হতো। এখন চীনের নতুন জ্বালানি পণ্য আবার ‘অতিরিক্ত উত্পাদন ক্ষমতা’  হয়েছে। যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে মাংস, কৃষিপণ্য ও শতকরা ৮০ ভাগ উচ্চ-পর্যায়ের চিপ রপ্তানি করে। তাহলে যুক্তরাষ্ট্রের ‘উত্পাদন ক্ষমতা’  অতিরিক্ত কিনা- এ প্রশ্ন তোলেন মুখপাত্র।

 আসলে চীন তার তৈরি নতুন জ্বালানি চালিত গাড়ির মধ্যে অল্প অংশ রপ্তানি করে। উৎপাদনের অনুপাতে রপ্‌তানির পরিমাণ জার্মানি, জাপান ও দক্ষিণ কোরিয়ার চেয়ে কম। যুক্তরাষ্ট্রের কথিত ‘চীনের অতিরিক্ত উত্পাদন ক্ষমতা’ ধারণা শুনতে একটি অর্থনৈতিক ধারণার মতো কিন্তু আসলে, সেটি চীনের শিল্প উন্নয়ন আটকানোর মন্দ উদ্দেশ্যপ্রনোদিত। নিজের জন্য বাজার ও প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা অর্জনের জন্য এ কথা বলে যুক্তরাষ্ট্র, যা অর্থনৈতিক জবরদস্তি এবং আধিপত্যবাদ ছাড়া আর কিছুই নয়।

(শিশির/হাশিম/লিলি)