গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা
2024-04-19 16:07:18

এপ্রিল ১৯: গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা ও খান ইউনিস এবং মধ্যাঞ্চলের শহর দেইর বালাহতে আজ (শুক্রবার) বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের তথ্যমাধ্যম এ খবর জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

(শিশির/হাশিম/লিলি)