বেইজিংয়ে গণমুক্তি ফৌজের ইনফরমেশন সাপোর্ট ফোর্স প্রতিষ্ঠিত
2024-04-19 19:34:13

এপ্রিল ১৯: চীনা গণমুক্তি ফৌজের ইনফরমেশন সাপোর্ট ফোর্স (তথ্য সমর্থন বাহিনী)  আজ (শুক্রবার) বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে।  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এ বাহিনীকে  সামরিক পতাকা প্রদান করেন এবং ভাষণ দেন। তিনি বাহিনী প্রতিষ্ঠায় অভিনন্দন জানিয়ে বলেন, নতুন যুগে শাক্তিশালি বাহিনী নির্মাণ ও নতুন যুগের সামরিক কৌশলে অবিচল থাকেত হবে। রাজনীতির মাধ্যমে বাহিনীকে গড়ে তোলা, সংস্কার , বিজ্ঞান এবং প্রযুক্তি এবং দক্ষ মানুষের মাধ্যমে বাহিনীকে শক্তিশালী করা এবং আইন অনুযায়ী বাহিনীকে পরিচালনা করা যাবে। কৌশলগত চাহিদা অনুযায়ী কাজ করে একটি শাক্তিশালি ও আধুনিক ইনফরমেশন সাপোর্ট ফোর্স  গড়ে তোলা হবে বলে জানান চীনের প্রেসিডেন্ট।

(শিশির/হাশিম/লিলি)