এশিয়া-প্যাসিফিকে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধিতে চীনের গুরুতর উদ্বেগ
2024-04-19 15:57:05

এপ্রিল ১৯: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধিতে চীন গুরুতর উদ্বেগ ব্যক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের নিরাপত্তা উদ্বেগ আমলে নেওয়ার এবং সামরিক বৈরিতার অবসান ঘটানোর তাগিদ দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে চীনের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, একক সামরিক প্রাধান্য বাড়াতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন কিংবা চীনের দরজার সামনে সামরিক স্থাপনা মোতায়েনের বিরোধিতা করে বেইজিং। যুক্তরাষ্ট্রের এমন কাজ আঞ্চলিক উদ্বেগ তীব্রতর করার পাশাপাশি ভুলবোঝাবুঝি বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

লিন চিয়ান যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য উপলব্ধি করে, নিজের নিরাপত্তা স্বার্থ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের জন্য আগুন থেকে বাদাম না তোলার কিংবা ভুল পথে আর না আগানোর জন্য ফিলিপাইনকে তাগিদ দেন। (প্রেমা/রহমান/শিশির)