শেনচৌ-১৬ মহাকাশচারীদের সম্মাননা দিল চীন সরকার
2024-04-19 17:15:55

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মনুষ্যবাহী মিশন শেনচৌ ১৬-এর তিন মহাকাশচারীকে পদক দেওয়া হয়েছে। চীনের মহাকাশ গবেষণায় নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সম্প্রতি তাদের এ সম্মাননা দেওয়া হয়।

একটি বিশেষ শ্রেণির মহাকাশ কৃতিত্বের পদকে সম্মানিত করা হয় মহাকাশচারী চিং হাইফেংকে। চু ইয়াংচু এবং কুই হাইছাওকে তৃতীয়-শ্রেণির মহাকাশ কৃতিত্বের পদক এবং সম্মানসূচক ‘বীর মহাকাশচারী’ খেতাব দেওয়া হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, স্টেট কাউন্সিল এবং কেন্দ্রীয় সামরিক কমিশন এই পুরস্কার প্রদান করেছে।

চিং হাইফেং চারবার মনুষ্যবাহী মহাকাশ মিশন পরিচালনা করেন এবং তিনবার মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। চীনা মহাকাশচারীদের মধ্যে তিনিই চীনের হয়ে সবচেয়ে বেশি মিশন পরিচালনা করেছেন।

চু ইয়াংচু চীনের প্রথম মহাকাশ ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে মনুষ্যবাহী মিশন পরিচালনা করেন এবং স্পেসশিপের বাইরে গিয়ে কিছু কার্যক্রম পরিচালনা করেন।

কুই হাইছাও চীনের প্রথম পেলোড বিশেষজ্ঞ যিনি মনুষ্যবাহী মিশনে ছিলেন।

২০২৩ সালের ৩০ মে লঞ্চ করা শেনচৌ-১৬ স্পেসশিপে করে এ তিন নভোচারী চীনের মহাকাশ স্টেশনের কোর মডিউল থিয়ানহ্যতে পৌঁছান। সেখানে তারা পাঁচ মাস ছিলেন।

অবস্থানের সময় তারা একবার মহাকাশযানের বাইরে গিয়ে কিছু কাজ করেছিলেন, স্পেস স্টেশন থেকে আয়োজন করেছিলেন একটি লাইভ ক্লাস, এবং মহাকাশ-বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা এবং ইন-অরবিট পেলোড পরীক্ষাও পরিচালনা করেছিলেন।

গতবছরের ৩১ অক্টোবর এ তিন নভোচারী পৃথিবীতে ফিরে আসেন। চীনের মহাকাশ স্টেশন নির্মাণের মিশন হিসেবে শেনচৌ-১৬ মিশনটি ছিল প্রাথমিক পর্যায়ের মিশন। এতে প্রথমবারের মতো একসঙ্গে পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং পেলোড বিশেষজ্ঞ অংশ নিয়েছিলেন।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন