কোনও কিছুই দক্ষিণ চীন সাগর ইস্যুর বাস্তবতা বদলাতে পারবে না: চীনা মুখপাত্র
2024-04-19 16:47:05

এপ্রিল ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনের যে কোনও রাজনৈতিক কূটকৌশল ও বাগাড়ম্বর অকার্যকর এবং দেশগুলোর এমন ভূমিকায় সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষায় চীনের দৃঢ় প্রতিজ্ঞায় কোনও পরিবর্তন হবে না।

গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখপাত্র লিন চিয়ান।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনের ত্রিপক্ষীয় শীর্ষসম্মেলনের বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ডের ব্যাপারে তথাকথিত উদ্বেগ প্রকাশ করা হয় এবং ২০১৬ সালের সংশ্লিষ্ট সালিশ মামলার ফলাফল মেনে চলতে চীনের প্রতি আহ্বান জানানো হয়।

এ সম্পর্কে মুখপাত্র লিন বলেন, চীন সংশ্লিষ্ট দেশগুলোর গোষ্ঠী রাজনীতির চর্চা এবং উত্তেজনা সৃষ্টিকারী এবং অন্য দেশের কৌশলগত নিরাপত্তা ও স্বার্থের জন্য হানিকর যে কোনও কর্মকাণ্ডের বিরোধিতা করে।

তিনি বলেন, দক্ষিণ চীন ইস্যুতে চীনের ওপর সংশ্লিষ্ট দেশগুলোর দেওয়া ভিত্তিহীন অভিযোগ এবং ইচ্ছাকৃত কালিমালেপন মোটেই গ্রহণ করবে না বেইজিং।

মুখপাত্র আরও বলেন, দক্ষিণ চীন সাগর সম্পর্কে তথাকথিত সালিশ মামলা অবৈধ ও অকার্যকর, যে কারণে চীন এর ফলাফল মানবে না এবং এ প্রস্তাবের ভিত্তিতে কোনো কার্যক্রমকে স্বীকৃতি দেবে না।

চীনের অভ্যন্তরীণ আইন ও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে চীন নিজের বৈধ অধিকার রক্ষা করবে বলেও মন্তব্য করেন তিনি। (সুবর্ণা/রহমান/শিশির)