পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি: ইরান
2024-04-19 18:49:14

এপ্রিল ১৯: ইস্ফাহানের কাছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং দেশটির সামরিক বাহিনী যে কোনো হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আজ ভোরে ইস্ফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। ইরানের সামরিক বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে এবং ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ইস্ফাহানে এ হামলা চালায় এবং যুক্তরাষ্ট্রকে আগেই বিষয়টি অবহিত করে।

তবে, ইরানের ওপর হামলার বিষয়টি ইসরায়েলের তরফে নিশ্চিত করা হয়নি।

(লিলি/হাশিম/শিশির)