জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য দেশ হতে যুক্তরাষ্ট্রের বিরোধিতার নিন্দা ফিলিস্তিনের
2024-04-19 15:22:48


এপ্রিল ১৯: জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য দেশ হতে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরোধিতার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ভবন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরোধিতা অন্যায্য ও অনুপযুক্ত, যা আন্তর্জাতিক সমাজের ইচ্ছা লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ভেটো অধিকার প্রয়োগ করায় ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ে দেশটির দ্বিমুখী নীতি প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র এক দিকে দু’রাষ্ট্র প্রস্তাব সমর্থনের কথা ব্যক্ত করে, অন্যদিকে এ প্রস্তাব বাস্তবায়নে বাধা দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক, এমন কী বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করতে চাইলে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং ফিলিস্তিনীদের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে।

(রুবি/হাশিম/শিশির)