ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এড়ানো যাবে না: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2024-04-19 15:04:20

এপ্রিল ১৯: ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে এবারের সংঘর্ষের ভয়াবহতা আন্তর্জাতিক সমাজকে সতর্কবার্তা দিয়েছে যে, ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এড়ানো যাবে না এবং তাদের প্রতি অন্যায্য আচরণ বন্ধ করতে হবে।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় এ কথা বলেছেন।

তিনি বলেন, দু’রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবকে পুনরায় চাঙ্গা করতে হবে। মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের মূল উপায় হলো দু’রাষ্ট্র বাস্তবায়ন করা, যাতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে অভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় এবং আরব ও ইহুদি জাতির অভিন্ন উন্নয়ন সাধন করা যায়।

গত ৭০ বছরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ঘটছে উল্লেখ করে ফু ছোং বলেন, ইসরায়েল ইতোমধ্যেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তবে ফিলিস্তিনীদের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার দীর্ঘকাল ধরে উপেক্ষা করা হয়েছে। জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য দেশে পরিণত হওয়া ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন ফু ছোং।

(রুবি/হাশিম/শিশির)