চীন-ব্রাজিল সম্পর্ক অংশিদারিত্বের ভাল দৃষ্টান্ত: ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট
2024-04-18 19:42:45

এপ্রিল ১৮: ব্রাজিল-চীন সম্পর্ক, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং অংশিদারিত্বের সম্পর্কের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিন গতকাল (বুধবার)ব্রাসিলিয়ায়  অনুষ্ঠিত চীন-ব্রাজিল সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন।

দেশের ভাইস প্রেসিডেন্ট ছাড়াও উন্নয়ন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালকমিন । তিনি মনে করেন, চীনের অর্থনীতির টেকসই উন্নয়ন ও চাহিদার বৃদ্ধি ব্রাজিলের অর্থনীতির পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। ব্রাজিল ভাল এক সময়ে রয়েছে এবং চীন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

একই অনুষ্ঠানে, ব্রাজিলের উপ-পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো পেস সাবোইয়া বলেন, বাস্তব ও গঠনমূল ব্রাজিল-চীন সম্পর্ক হচ্ছে উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্কের মাপকাঠি। দু দেশের সহযোগিতা নতুন শিল্পায়ন, জ্বালানি রূপান্তর, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভবন এবং বৈশ্বিক পরিচালনার সংস্কারের জন্য অর্থবহ।

(শিশির/হাশিম/লিলি)