ক্যান্টন ফেয়ারের ইতিহাসে চীনের অব্যাহত উন্মুক্তকরণের প্রতিফলন: লি ছিয়াং
2024-04-18 15:47:55

এপ্রিল ১৮: ক্যান্টন ফেয়ারের ইতিহাসকে চীনের অব্যাহত উন্মুক্তকরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। কুয়াং চৌ শহরে ১৩৫তম চীন আমদানি-রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ার চলাকালে গতকাল (বুধবার) বিদেশী ক্রেতাদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি।

লি ছিয়াং বলেন, ক্যান্টন ফেয়ারের ইতিহাস হলো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চীনের বাজারের সুযোগসুবিধা ভাগাভাগি করা এবং পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থ লাভ করার ইতিহাস। একইসঙ্গে এটি হলো চীনের অব্যাহত উন্মুক্তকরণ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মেলবন্ধনের প্রতিফলন।

আলোচনাসভায় লি ছিয়াং বলেন, ভবিষ্যৎমুখী চীন উচ্চমানের উন্মুক্তকরণে অটল থাকবে এবং বিনিয়োগের উদারিকরণ ও সুবিধা বেগবান করবে। নিজের উন্নয়নের নিশ্চয়তা কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও বেশি স্থিতিশীলতা যোগাবে বেইজিং।

চীনের আমদানি-রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ার ১৯৫৭ সাল থেকে শুরু হয়। প্রতি বছরের বসন্ত ও শরৎকালে কুয়াং চৌ শহরে এটি অনুষ্ঠিত হয়। ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের দেড় লাখ বিদেশি ক্রেতা এবারের মেলায় নাম নিবন্ধন করেছেন, যা আগের বছরের মেলার তুলনায় ১৭.৪ শতাংশ বেশি।

(রুবি/হাশিম/শিশির)