দক্ষিণ চীন সাগরে চীনের অবস্থান আবারও তুলে ধরলেন চীনা মুখপাত্র
2024-04-18 19:24:15

এপ্রিল ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগর প্রসঙ্গে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর গোষ্ঠী রাজনীতি এবং সংঘাতকে উস্কে দেওয়া ও অন্য দেশের কৌশলগত নিরাপত্তা ও স্বার্থের ক্ষতিসাধন করার আচরণের দৃঢ় বিরোধিতা করে চীন, এই অঞ্চল একচেটিয়া ‘ছোট বৃত্ত’ প্রতিষ্ঠার দৃঢ়ভাবে বিরোধিতা করে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলোর ভিত্তিহীন অভিযোগ চীন কখনই মেনে নেবে না।

দক্ষিণ চীন সাগরের সালিশি মামলায় দেওয়া রায় বেআইনি এবং অবৈধ। চীন রায় গ্রহণ বা স্বীকার করবে না বলে মুখপাত্র উল্লেখ করেন।

দক্ষিণ চীন সাগরের সালিশি মামলা এবং এর অবৈধ রায় ফিলিপাইনসহ আঞ্চলিক দেশগুলোর স্বার্থের ক্ষতি করেছে। কোনো প্যাকেজিং দক্ষিণ চীন সাগর ইস্যুটির সারমর্মকে পরিবর্তন করতে পারে না এবং আইনের ছদ্মবেশে কোনো রাজনৈতিক কারসাজি চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষার দৃঢ় সংকল্প ও ইচ্ছাকে থামাতে পারে না।

(লিলি/হাশিম/শিশির)