রেনআই রিফের বিষয়ে ফিলিপাইনে চীনা দূতাবাসের ব্যাখ্যা
2024-04-18 17:11:40

এপ্রিল ১৮: ফিলিপাইনে চীনের দূতাবাসের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) রেনআই রিফের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ফিলিপাইনের পূর্ববর্তী সরকার ক্ষমতায় থাকার সময় চীন এবং ফিলিপাইন রেন আই রিফের পরিস্থিতি পরিচালনা এবং নিয়ন্ত্রণের বিষয়ে একটি ‘ভদ্রজনোচিত চুক্তিতে’ পৌঁছেছিল। সেটি কোনো গোপন চুক্তি নয়, এবং ওই চুক্তি’র উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা, যা সংশ্লিষ্ট সার্বভৌম অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।

ফিলিপাইনের বর্তমান সরকার ক্ষমতায় আসার সাত মাস, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, উভয়পক্ষের প্রাসঙ্গিক বিভাগ এবং সংস্থাগুলো এ চুক্তি মেনে চলেছিল, কার্যকরভাবে রেন আই রিফের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছিল।

বর্তমান ফিলিপাইন সরকার ক্ষমতায় আসার পর চীন সেদেশের সরকারের উচ্চপর্যায়ের কাছে বহুবার চুক্তিটির সংশ্লিষ্ট বিষয় অবহিত করেছে। শুধু তাই নয়, সংলাপ ও আলোচনার মাধ্যমে ফিলিপাইনের সঙ্গে মতভেদ নিরসনের উপায় খুঁজে বের করতে চীন সর্বদা সচেষ্ট বলে জানান মুখপাত্র।

নিজের প্রতিশ্রুতি মেনে চলতে, মতৈক্যকে সম্মান করতে, আন্তরিকতা দেখিয়ে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব সংলাপের পথে ফিরে আসতে ফিলিপাইনকে আবারও তাগিদ দেয় চীন।

(লিলি/হাশিম/শিশির)