মোনালিসা এখন চীনে
2024-04-18 16:48:48

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চারমাসের জন্য চীনে এসেছে মোনালিসা। সঙ্গে এসেছে আরও অনেক অমর শিল্পকর্ম। স্পেনের বিখ্যাত প্রাডো মিউজিয়াম থেকে শাংহাই সিটিতে এসেছে ৭০টি মাস্টারপিস চিত্রকর্ম। এর মধ্যে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার সবচেয়ে পুরনো স্টুডিও কপি। এই চিত্রকর্ম ‘প্রাডোর মোনালিসা’ নামে বেশি পরিচিত। স্পেনের প্রাডো মিউজিয়াম স্প্যানিশ রাজকীয় সংগ্রহ থেকে ১৮১৯ সালে এই মোনালিসাকে তাদের সংগ্রহশালায়  রাখে। অনেক গবেষক মনে করেন এটিও ভিঞ্চিরই আঁকা স্টুডিও কপি এবং ওই সময়েই আঁকা হয়েছিল। গবেষকরা ২০১১ সালে জটিল কিছু পরীক্ষার মাধ্যমে দেখেন এটি ভিঞ্চির মূল চিত্রকর্মটির হুবহু অনুরূপ, তবে এর রং বেশি উজ্জ্বল।

২০১২ সালে প্যারিসের বিশ্বখ্যাত লুভর মিউজিয়াম কিছু সময়ের জন্য প্রাডোর মোনালিসাকে ধার নেয়। লুভরে অরিজিনাল মোনালিসা পেইন্টিংটি রয়েছে। ২০১২ সালের পর দ্বিতীয়বারের মতো প্রাডো ছেড়ে বাইরে যাচ্ছে মোনালিসা।

শাংহাই সিটির আর্ট পুডং মিউজিয়ামে এই প্রদর্শনীতে যে ৭০টি মাস্টারপিস আসছে তার মধ্যে রয়েছে টিটিয়ান, রুবেনস, ভেরোনেস, মুরিল্লো, রিবেরার মতো মহান শিল্পীদের আঁকা অরিজিনাল পেইন্টিং। ২৩ এপ্রিল থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

এই প্রদর্শনীতে অনেকগুলো চিত্রকর্মই প্রথমবারের মতো এশিয়ার কোনো জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।

শান্তা/রহমান