এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দৃঢ় বিরোধিতা চীনের
2024-04-18 19:41:36

এপ্রিল ১৮: সম্প্রতি মার্কিন প্যাসিফিক আর্মি ফিলিপাইনের সঙ্গে যৌথ সামরিক মহড়ার একটি অংশ হিসেবে লুজন দ্বীপে মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এ প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, একতরফা সামরিক শ্রেষ্ঠত্বের জন্য যুক্তরাষ্ট্রের মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দৃঢ় বিরোধিতা করে চীন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বা চীনের পাশে মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। চীন, যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের নিরাপত্তা উদ্বেগকে সম্মান করা, সামরিক সংঘর্ষের উস্কানি বন্ধ করা, বাস্তব আচরণের মাধ্যমে কৌশলগত ঝুঁকি কামানো ও আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা নষ্ট না করার তাগিদ দেয়।

মুখপাত্র আরো বলেন, ফিলিপাইনের উচিত যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য এবং দেশটির সুবিধার জন্য নিজের স্বার্থ ও নিরাপত্তা বিসর্জন দেওয়ার গুরুতর পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে সচেতন হওয়া।

(তুহিনা/হাশিম/শিশির)