চীনে অব্যাহতভাবে বিনিয়োগ জোরদারের আশা লি ছিয়াংয়ের
2024-04-18 16:03:15

এপ্রিল ১৮: বিদেশী ক্রেতা ও ব্যবসায়ীরা চীনা বাজারে অব্যাহতভাবে বিনিয়োগ জোরদার, চীনে তাদের কার্যক্রম সম্প্রসারণ, চীনের বিশাল বাজারের চাহিদা ও উন্মুক্তকরণের সুযোগ ভাগাভাগি করবেন বলে আশা প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।  তারা চীন-বিদেশ পারস্পরিক সমঝোতা, উপকারিতা ও সহযোগিতা জোরদারে বন্ধু ও দূত হিসেবেও কাজ করবেন বলে আশা করেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার) কুয়াং চৌ শহরে ১৩৫তম চীন আমদানি-রপ্তানি মেলায় বিদেশী ক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এমন আশাবাদ ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্রী।

এ দিন অনুষ্ঠিত আলোচনা সভায় ৬ জন বিদেশী ক্রেতা-ব্যবসায়ী বক্তব্য রাখেন। তারা ক্যান্টন ফেয়ারের মাধ্যমে চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং চীনের উন্নয়নের সম্ভাবনায় তারা খুব আস্থাশীল বলে জানান। চীনে ব্যবসা অব্যাহতভাবে জোরদার এবং অবাধ বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চান ব্যবসায়ীরা।

এ সময় লি ছিয়াং ক্যান্টন ফেয়ারে দীর্ঘকাল ধরে ইতিবাচক অংশগ্রহণের জন্য তাদের প্রশংসা করেন। তিনি বলেন, চীন অ্যাবহতভাবে তার বাজারে প্রবেশের নিয়মকানুন শিথিল করবে এবং বিদেশী প্রতিষ্ঠানকে দেশীয় সংস্থার মতো ব্যবস্থাপনার বিধিব্যবস্থা করবে। চীনে বিদেশি সংস্থাগুলোর বৈধ স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের যাওয়া-আসা ও বসবাস এবং কাজকর্মের জন্য বেইজিং আরও সুবিধা দেবে বলে জানান লি ছিয়াং।

(রুবি/হাশিম/শিশির)