চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের তদন্ত ঘোষণার প্রতিবাদ বেইজিংয়ের
2024-04-18 16:36:24

এপ্রিল ১৮: চীনের সামুদ্রিক পরিবহন, মাল পরিবহন এবং জাহাজনির্মাণ শিল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের তদন্ত চালানোর ঘোষণার তীব্র নিন্দা ও দৃঢ় প্রতিবাদ জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

এমন প্রতিবাদ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যে আবেদনের ভিত্তিতে এ তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে চীনের স্বাভাবিক বাণিজ্যিক ও বিনিয়োগ কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ লঙ্ঘনকারী কর্মকাণ্ড হিসেবে দাবি করা হয়েছে।

চীনের সামুদ্রিক পরিবহন, মাল পরিবহন এবং জাহাজনির্মাণ শিল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় তদন্ত চালানো হবে – বাণিজ্য প্রতিনিধি কার্যালয় বুধবার এমন ঘোষণা দেওয়ার পর চীন এ প্রতিক্রিয়া জানালো।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের শিল্পের সমস্যায় চীনকে এমন সব দোষ দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে, যেগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং অর্থনৈতিক জ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, মার্কিন জাহাজনির্মাণ শিল্প অতিরিক্ত সংরক্ষণবাদের কারণে প্রতিযোগিতার সক্ষমতা হারানোয় দেশটির সরকার এ শিল্পে কোটি কোটি ডলারের বৈষম্যপূর্ণ ভর্তুকি দিয়েছে, অথচ চীনের স্বাভাবিক বাণিজ্যিক প্রতিযোগিতা নিয়ে তারা অভিযোগ তুলছে।

মুখপাত্র বলেন, বস্তুত চীনের শিল্পের উন্নয়ন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রতিযোগিতা সক্ষমতার অর্জন, যার জন্য মার্কিন পক্ষের অভিযোগ অগ্রহণযোগ্য।

এর আগেও মার্কিন সরকার চীনের বিরুদ্ধে ৩০১ ধারায় তদন্ত চালিয়েছিল এবং চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছিল, যা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির লঙ্ঘন এবং বিশ্বের বহু দেশের কাছে নিন্দিত।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে যুক্তরাষ্ট্র নতুন করে ৩০১ ধারায় তদন্তের উদ্যোগ নিয়েছে, যা পুরোপুরি ভুল সিদ্ধান্ত। বাস্তবতা বিবেচনায় নিয়ে বহুপক্ষীয় নিয়ম-নীতি সম্মান করার জন্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, এ ব্যাপারে চীন নজর রাখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিজের স্বার্থ রক্ষা করবে। (সুবর্ণা/রহমান/শিশির)