আন্তর্জাতিক আইন মেনে চলায় কোনো ‘ব্যতিক্রম’ নেই, যুক্তরাষ্ট্রের কোন ‘সুবিধাও’ নেই: ওয়াং ই
2024-04-18 18:54:37

এপ্রিল ১৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, নিরাপত্তা পরিষদের নিয়মসহ আন্তর্জাতিক আইন  মেনে চলার বিষয়ে কোনো ‘ব্যতিক্রম’ নেই এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো ‘সুবিধাও’ নেই। 

আজ (বৃহস্পতিবার) জাকার্তায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো লেস্তারি প্রিয়ানসারি মারসুদির সঙ্গে আলোচনা শেষে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ২৭২৮ নম্বর প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকলেও পরে এ প্রস্তাব বাধ্যতামূলক নয় বলে দাবি করে। যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য বিশ্বকে হতবাক করেছে এবং আবারও যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী  মনোভাবের পরিচয় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের জন্য আন্তর্জাতিক আইন যেন একটি যন্ত্রের মতো, চাইলে ব্যবহার করে, না হয় পরিত্যাগ করে।

ওয়াং ই বলেন, জাতিসংঘের প্রত্যেক সদস্য জানে যে, বিশ্বসংস্থাটির সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাধ্যতামূলক এবং প্রতিটি দেশকে মেনে চলতে হবে, এটিও জাতিসংঘে যোগদানের সময়ে প্রত্যেক সদস্য দেশের প্রতিশ্রুতি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের উচিৎ এ নিয়ম মেনে চলা। আশা করা যায়, যুক্তরাষ্ট্র  অহংকেন্দ্রিক মানসিকতা ত্যাগ করে আন্তর্জাতিক সমাজের কণ্ঠস্বরকে গ্রাহ্য করবে। মার্কিন কর্মকর্তাদের আন্তর্জাতিক আইনের মৌলিক জ্ঞান সম্পর্কে একটু জানাশোনারও পরামর্শ দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

(শিশির/হাশিম/লিলি)