চীনের অর্থনীতির অপার সম্ভাবনা এখনও বিরাজমান: মুখপাত্র
2024-04-18 15:40:26

এপ্রিল ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দেশটির অর্থনীতির ভিত্তি দৃঢ়, বলিষ্ঠতা প্রবল, প্রাধান্য অধিক, প্রাণশক্তি যথেষ্ট এবং সম্ভাবনা ব্যাপক এবং এ বৈশিষ্ট্যগুলো কখনও পরিবর্তিত হয়নি।

গতকাল (বুধবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্তের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বিভিন্ন সূচকে চীনের অর্থনীতির ধারাবাহিক পুনরুদ্ধার হচ্ছে এবং স্থিতিশীলতা আসছে। চীন সম্পর্কে আন্তর্জাতিক সমাজের আগ্রহ ও অনুসন্ধান এবং চীনের উন্নয়নের ব্যাপারে তাদের আস্থা বাড়ছে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কিছু ঝুঁকির মুখে পড়ার আশংকা থাকলেও চীন উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণের পদক্ষেপ বন্ধ করবে না। দেশটি অর্থনীতির গুণগতমানের উন্নতি এবং পরিমাণগত বৃদ্ধি বেগবান করার চেষ্টা চালাবে এবং পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নকে বেগবান করবেও বলে জানান মুখপাত্র। (প্রেমা/রহমান/শিশির)