ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাপুয়া নিউ গিনি সফর করবেন ওয়াং ই
2024-04-17 10:38:33

এপ্রিল ১৭: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাপুয়া নিউ গিনি সফর করবেন। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, সফরকালে ওয়াং ই চীন-ইন্দোনেশিয়া উচ্চ পর্যায়ের সংলাপ ও সহযোগিতা ব্যবস্থার চতুর্থ অধিবেশন এবং চীন-কম্বোডিয়া আন্তঃসরকার সমন্বয় কমিটির সপ্তম অধিবেশনে অংশগ্রহণ করবেন।

মুখপাত্র আরও বলেন, চীনের সাথে উক্ত তিনটি দেশের সম্পর্ক দিন দিন আরও উন্নত হচ্ছে। ওয়াং ই’র আসন্ন সফরে সম্পর্ক উন্নয়নের এই ধারায় নতুন গতির সঞ্চার হবে। চীন এই তিনটি দেশের সাথে ঐক্য ও সহযোগিতা জোরদারের মাধ্যমে, আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে ইচ্ছুক। (প্রেমা/আলিম/শিশির)