চীনের অর্থনৈতিক সূচকগুলোর পুনরুদ্ধার অব্যাহত: মুখপাত্র
2024-04-17 18:28:41

এপ্রিল ১৭: চীনের অর্থনীতির বিভিন্ন সূচকগুলো পুনরুদ্ধার অব্যাহত রেখেছে, স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতিও বাস্তবায়ন করেছে এবং চলতি বছরের শুরুতে একটি ভাল সূচনা করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে জাতীয় অর্থনৈতিক কার্যক্রম প্রসঙ্গে এ মন্তব্য করেছেন।

মুখপাত্র বলেন, আরও লক্ষ্য করা গেছে যে, সম্প্রতি আন্তর্জাতিক মহলে চীন সম্পর্কে আশাবাদী কণ্ঠস্বরের সংখ্যা বেড়েছে এবং চীনের উন্নয়নে আস্থাও বেড়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি), গোল্ডম্যান শ্যাক্স এবং মরগান স্ট্যানলির মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো এ বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাদের পূর্বাভাস বাড়িয়েছে। এডিবি প্রকাশিত এশীয় উন্নয়ন আউটলুক ২০২৪ প্রতিবেদন অনুযায়ী, চীন ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির ৪৬ শতাংশ অবদান রাখবে বলে ধারনা করা হচ্ছে। চীন অর্থনীতির উন্নয়নের গুণগত মান এবং পরিমাণ, উভয় ক্ষেত্রে যুক্তিসঙ্গত বৃদ্ধির প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার এবং উন্নয়নের জন্য যৌথভাবে অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করব বলে মুখপাত্র উল্লেখ করেন।

(লিলি/হাশিম/শিশির)