মার্কিন আর্থিক অবস্থান বিশ্বের জন্য ঝুঁকি সৃষ্টি করে: আইএমএফ
2024-04-17 18:52:38

এপ্রিল ১৭: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল (মঙ্গলবার) প্রকাশিত  বিশ্ব অর্থনীতি আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে।

সংস্থার  প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ার গুলাঞ্চা রিপোর্টের বিষয়ে এক নিবন্ধে বলেন, যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি অবস্থা ভালোর দিকে, তবে শক্তিশালি চাহিদার পেছনে দেখা যায় অতিরিক্ত চাঙ্গা মার্কিন অর্থনীতি। মার্কিন ফেডারেল রিজার্ভের উচিত সতর্কতামূলক সহজীকরণ নীতি গ্রহণ করা। গুলাঞ্চা  বলেন, আর্থিক স্থায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন অবস্থান নেয়নি মাকিন সরকার, তা উদ্বেগের ব্যাপার। এটি যেমন মুদ্রাস্ফীতি বিরোধী প্রক্রিয়ায় স্বল্পমেয়াদী ঝুঁকি নিয়ে আসে, তেমনি বিশ্ব অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি বয়ে আনবে।

(শিশির/হাশিম/লিলি)