বেইজিংয়ে শোলজ-লি ছিয়াং বৈঠক
2024-04-17 16:56:34

এপ্রিল ১৭: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ে মহাগণভবনে চীন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠককালে লি ছিয়াং বলেন, চলতি বছর চীন ও জার্মানির মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের দশম বার্ষিক পালিত হচ্ছে। দু’দেশের যৌথ প্রচেষ্টায় বর্তমানে চীন-জার্মানি সম্পর্কের উন্নয়ন সার্বিকভাবে স্থিতিশীল এবং সংলাপ ও সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

চ্যান্সেলর শোলজের সঙ্গে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে ধারাবাহিক মতৈক্য হয়েছে জানিয়ে লি ছিয়াং বলেন, তা চীন-জার্মানি সম্পর্ক এগিয়ে নিতে দিকনির্দেশনা দিয়েছে। চীন, জার্মানির সঙ্গে সংলাপের মাধ্যমে পারস্পরিক সমঝোতা বাড়াতে, সহযোগিতায় পারস্পরিক কল্যাণ বাস্তবায়ন করতে এবং চীন ও  জার্মানির সম্পর্কের অব্যাহত উন্নয়নকে এগিয়ে নিতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন, যাতে দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ সাধন এবং বিশ্বের অভিন্ন উন্নয়ন বেগবান করা যায়।

প্রধানমন্ত্রী লি আরো বলেন, চীন ও জার্মানির সরকারি পর্যায়ে আলাপ-আলোচনাসহ বিভিন্ন স্তরের সংলাপ ব্যবস্থাকে কাজে লাগিয়ে নানা ক্ষেত্রের সহযোগিতা সমন্বয় করা, দ্বিপক্ষীয় বাণিজ্যের আরো ভারসাম্যপূর্ণ উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া, নতুন জ্বালানির গাড়ি, টিজিটাল অর্থনীতি, কৃত্রিম বৃদ্ধিমত্তা এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা, জনগণের বিনিময় গভীরতর করা এবং সংস্কৃতি, যুব, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে সমর্থনের মাত্রা বাড়ানো উচিত্।

উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণে চীনের সংকল্প পরিবর্তিত হবে না, এ কথা জানিয়ে লি ছিয়াং বলেন, জার্মানি থেকে আরো মানসমম্পন্ন পণ্য আমদানি করতে ইচ্ছুক তার দেশ। চীন জার্মানিসহ বিভিন্ন দেশের উদ্যোগগুলোর চীনে পুঁজি বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠার জন্য আরো ভালো ব্যবসায়ের পরিবেশ সৃষ্টি করবে। জার্মানি, চীনে হাইটেক পণ্য রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করবে এবং দেশটিতে চীনের উদ্যোগগুলোর জন্য ন্যায়সঙ্গত ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে কার্যকরভাবে পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠককালে শোলজ বলেন, চীন হচ্ছে জার্মানির গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। জার্মানি, চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ের সংলাপ ও যোগাযোগ জোরালো করতে, অর্থ, কৃষি ও সবজু রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে, যৌথভাবে জলবায়ুর পরিবর্তনসহ বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরো বেশি অগ্রগতি অর্জন করতে উন্মুখ বলে জানান শোলজ।

(লিলি/হাশিম/শিশির)