স্বর্ণের দাম বাড়ায় চীনে জমেছে পুনঃক্রয় ব্যবসা
2024-04-17 18:48:08

এপ্রিল ১৭, সিএমজি বাংলা ডেস্ক: স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চীনে সোনার পুনঃক্রয়ের ব্যবসা চাঙা করে তুলেছে। অনেক ক্রেতা তাদের আগের কেনা স্বর্ণ বেশি দামে বিক্রি করতে ভিড় জমিয়েছেন দোকানে।

পূর্ব চীনের শানতোং প্রদেশের চিনান শহরে, গ্রাহকরা সোনা পুনঃক্রয় করে এমন দোকানে ভিড় করছেন।

চাও ফেই নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমি প্রায় ৮০ গ্রাম স্বর্ণ ৪০ হাজার ইউয়ানে বিক্রি করেছি। এটা কিনতে দাম পড়েছিল ৩০ হাজার ইউয়ান’।

একটি সোনার দোকানের ম্যানেজার ইয়ুয়ান সিয়াংছুন বলেন,‘ আমাদের সোনার পুনঃক্রয় ব্যবসা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে,’।

তিংমিংইয়াং নামে একজন স্বর্ণ ব্যবসায়ী বলেন, "সাম্প্রতিক সময়ে সোনার দাম বেড়ে যাওয়ায়, আমাদের অর্ধেক গ্রাহক তাদের সোনা বিক্রি করতে এখানে এসেছেন। ৫০ গ্রাম থেকে ৩০ গ্রাম ওজনের সোনার পণ্যগুলো ফেরত বিক্রির জন্য বেশ জনপ্রিয়’।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল চায়নার প্রধান নির্বাহী ওয়াং লিসিন বলেন, ‘ একটি আর্থিক সম্পদ হিসাবে স্বর্ণের দ্বিমুখী প্রবাহ বৈশিষ্ট্য রয়েছে। স্বর্ণের বার্ষিক রিটার্ন রেট ১৩ শতাংশের বেশি। গত বছর, বিশ্বব্যাপী স্বর্ণের পুনঃক্রয়ের পরিমাণ অনেক বেশি। তাই, সোনার পুনঃক্রয় ব্যবসা বৃদ্ধির বিষয়টি খুবই স্বাভাবিক।”

শান্তা/রহমান