ভৌগলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীন: মুখপাত্র
2024-04-17 18:35:26

এপ্রিল ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া নিয়ে চীনের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা প্রসঙ্গে চীন বরবরই কঠোর মনোভাব দেখিয়েছে। ফিলিপাইনের স্পষ্ট বোঝা উচিত যে, দক্ষিণ চীন সাগরে শক্তি প্রদর্শন এবং সংঘাত উস্কে দেয়ার জন্য এই অঞ্চলের বাইরের দেশগুলোকে প্ররোচিত করা শুধুমাত্র উত্তেজনাকে বাড়িয়ে তুলবে এবং বহিঃশক্তির ওপর ভর করে নিজের নিরাপত্তা রক্ষা করার চেষ্টা আরো বেশি নিরাপত্তাহীনতা বয়ে আনবে। এমনকি এতে দেশটি অন্যদের দাবার ঘুঁটিতে পরিণত হবে।

মুখপাত্র বলেন, ফিলিপাইনকে সমুদ্রে ঝামেলা ও উস্কানি বন্ধ করা এবং এই অঞ্চলের বাইরের দেশগুলোকে দক্ষিণ চীন সাগরে সংঘাতের উস্কানি দেওয়া বন্ধ করার তাগিদ দেয় বেইজিং। চীন নিজের ভৌগলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

(লিলি/হাশিম/শিশির)