চীনের ‘অতিরিক্ত ক্ষমতা’ বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলে না: মুখপাত্র
2024-04-17 19:02:16

এপ্রিল ১৭: সম্প্রিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের বিদ্যুৎ-চালিত গাড়ি ও সৌর প্যানেলের অতিরিক্ত সক্ষমতার অভিযোগ করে এবং তা মোকাবিলায় ব্যবস্থাগ্রহণ করবে বলে জানায়। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশের অবস্থান তুলে ধরেন।

মুখপাত্র বলেন, গতকাল (মঙ্গলবার) জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীন ও জার্মানির শিল্প চেইন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত এবং দুটি বাজার পরস্পরের উপর নির্ভর করে। যন্ত্র তৈরি ও গাড়িসহ ঐতিহ্যবাহী ক্ষেত্র ছাড়া সবুজ রূপান্তর, ডিজিটাইজিং, এআই প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে দু’দেশের জন্য সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। চীন বিদ্যুৎ-চালিত গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও ফটোভোলটাইক পণ্য রপ্তানি করে, তা এক দিকে বিশ্বের মুদ্রাস্ফীতির চাপ কমায়, অন্যদিকে জলবায়ু মোকাবিলা ও নিম্নকার্বন রূপান্তরে বড় ভূমিকা পালন করে।

চীন বরাবরের মতো জোর দিয়ে বলেছে, বেইজিং সত্যিকারের সক্ষমতার উপর নির্ভর করে নতুন জ্বালানি ক্ষেত্রে সুবিধা অর্জন করেছে, সরকারি ভর্তুকির উপর নির্ভর করে নয়। চীনের অতিরিক্ত সক্ষমতার অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদ চালানো অভিযোগকারীদের নিজেদের অবস্থা ভাল করতে পারে না বরং শিল্প চেইনের স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিবেশ নষ্ট করে।

(শিশির/হাশিম/লিলি)