ইরানের স্বার্থে আঘাত আসলে কঠোর জবাব দেওয়া হবে: প্রেসিডেন্ট রাইসি
2024-04-17 10:43:40

এপ্রিল ১৭: নিজের স্বার্থে আঘাত আসলে, কঠোর পাল্টা জবাব দেবে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।

রাইসি বলেন, ইরানের দূতাবাসের ওপর ইসরায়েলের হামলা ছিল “ভিয়েনা কূটনৈতিক সম্পর্ক কনভেনশন”-সহ আন্তর্জাতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এটি বিশ্বশান্তির জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করেছে। আর, ইরানের প্রতি-আক্রমণ ছিল “জাতিসংঘ সনদ”-এর ৫১ নম্বর ধারার সাথে সঙ্গতিপূর্ণ একটি আত্মরক্ষামূলক ব্যবস্থা।

ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও কোনো কোনো পশ্চিমা দেশের ভূমিকার সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান এতদঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান স্তম্ভগুলোর অন্যতম। (প্রেমা/আলিম/শিশির)