হংকং বিষয়ে ব্রিটিশ সরকারের অর্ধ-বার্ষিক প্রতিবেদন: চীনের প্রতিবাদ
2024-04-17 10:47:26

এপ্রিল ১৭: ব্রিটিশ সরকারের তথাকথিত ‘হংকং বিষয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন’-এর তীব্র সমালোচনা করেছে চীন। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, প্রতিবেদনে বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। তা ছাড়া, এটা চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ, যা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের লঙ্ঘন।

মুখপাত্র বলেন, হংকং চীনের অধীনে ফিরে আসার পর ‘এক দেশ, দুটি সামাজিক ব্যবস্থা’ এবং ‘হংকংবাসীদের স্বশাসন’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন জাতীয় নিরাপত্তা সুরক্ষার দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা আইনের কাঠামোতে হংকংবাসীদের বিভিন্ন অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের সুখ ও নিরাপত্তার অনুভূতিও দিন দিন বাড়ছে। পাশাপাশি, হংকংয়ের অর্থনীতি উন্নয়নের সুউজ্জ্বল সময়পর্বে প্রবেশ করেছে এবং অঞ্চলটি  আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নিজের অবস্থান দিন দিন সুসংবদ্ধ করছে।

মুখপাত্র আরও বলেন, হংকং পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এটি চীনের অধীনে এসেছে ২৭ বছর আগে। ব্রিটিশ সরকারের উচিত নতুন বাস্তবতাকে মেনে নেওয়া এবং হংকংয়ের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করা। (সুবর্ণা/আলিম/শিশির)