মানববাহী মহাকাশযান শেনচৌ ১৮ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে চীন
2024-04-17 16:52:57

এপ্রিল ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন তার মানববাহী মহাকাশযান শেনচৌ ১৮ উৎক্ষেপণের প্রস্তুতি চূড়ান্ত করছে। শেনচৌ ১৮ ক্রুড স্পেসশিপটি বুধবার উত্তর পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এটি লং মার্চ টু এফ ক্যারিয়ার রকেটের উপরে লঞ্চপ্যাডে বসানো হয়েছে। এই লংমার্চ ক্যারিয়ার রকেটটি শেনচৌ ১৮ মহাকাশযানকে কক্ষপথে বয়ে নিয়ে যাবে।

চীনের ম্যানড স্পেস এজেন্সি বা মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) এ তথ্য জানিয়েছে।

সিএমএসএ-আরও জানায়, চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে উৎক্ষেপণ সাইটের সুবিধা এবং সরঞ্জামগুলো ভাল অবস্থায় রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রাক-লঞ্চ ফাংশন পরীক্ষা এবং যৌথ পরীক্ষা করা হবে।

অদূর ভবিষ্যতে একটি উপযুক্ত সময়ে মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হবে বলেও সিএমএসএ জানায়।

শান্তা/রহমান