ওয়াশিংটনে চীন-মার্কিন ফিনানশিয়াল ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত
2024-04-17 16:48:28

এপ্রিল ১৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চীন-মার্কিন আর্থিক কর্মদলের (ফিনানশিয়াল ওয়ার্কিং গ্রুপ) চতুর্থ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক বিবৃতিতে বলেছে, দুই পক্ষ দুই দেশের আর্থিক নীতি, আর্থিক স্থিতিশীলতা, আর্থিক নিয়ন্ত্রণ সহযোগিতা এবং সাধারণ উদ্বেগের অন্যান্য বিষয়ে "পেশাদার, বাস্তববাদী, অকপট এবং গঠনমূলক" মত বিনিময় করেছে।

বৈঠক যৌথভাবে সভাপতিত্ব করেন  পিপলস ব্যাংক অফ চায়নার ভাইস গভর্নর সুয়ান ছাংনেং এবং মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।

শান্তা/রহমান