আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে লিবিয়ার পক্ষগুলোর প্রতি চীনের আহ্বান
2024-04-17 14:43:31


এপ্রিল ১৭: আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করতে লিবিয়ার বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই পিন গতকাল (মঙ্গলবার) লিবিয়াবিষয়ক এক উন্মুক্ত সভায় এ আহ্বান জানিয়ে বলেন, লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতি অর্জিত হবে বলে বেইজিং আশা করে।

তাই পিন বলেন, লিবিয়ার বিবদমান পক্ষগুলো নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে সংলাপ চালিয়ে গেছে এবং অনেক ইস্যুতে ঐকমত্যেও পৌঁছেছে। লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির মধ্যস্থতার প্রচেষ্টাকে চীন সমর্থন করে। (রুবি/আলিম/শিশির)