চীন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক
2024-04-17 18:06:21

এপ্রিল ১৭: চীনের প্রতিরক্ষামন্ত্রী তুং চুন গতকাল (মঙ্গলবার) রাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের আমন্ত্রণে তাঁর সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠক করেন।

তুং চুন বলেন, চীন ও মার্কিন নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল ও উন্নয়ন করতে একমত হয়েছেন। দু’বাহিনীরও উচিৎ দু’দেশের সম্পর্ক উন্নয়নের জন্য স্থিতিশীল ভিত্তি হওয়া। তাইওয়ান সমস্যা চীনের কেন্দ্রীয় স্বার্থের মূলে রয়েছে এবং তা কোনভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। চীনের গণমুক্তি ফৌজ স্বাধীনতার নামে তাইওয়ানের বিছিন্নতা কার্যক্রম এবং এতে বাইরের সমর্থন সহ্য করবে না। বর্তমানে দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি মোটামোটি স্থীতিশীল এবং যুক্তরাষ্ট্রের উচিৎ চীনের দৃঢ় অবস্থান বুঝে আঞ্চলিক শান্তি ও চীন-মার্কিন বাহিনীর সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় বাস্তব  পদক্ষেপ নেয়া।

(শিশির/হাশিম/লিলি)