লিবিয়া অভিবাসী শরণার্থী ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন চীনাদূত
2024-04-17 18:43:54

এপ্রিল ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ইউরোপীয় দেশগুলোকে "উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক মানসিকতার সঙ্গে লিবিয়া অভিবাসী শরণার্থীদের সমস্যা সমাধানের জন্য এবং অভিবাসী শরণার্থীদের জীবন ও মানবাধিকার রক্ষা করার জন্য" মঙ্গলবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনা দূত তাই বিং।

জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই বিং লিবিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ব্রিফিংয়ের সময় এই মন্তব্য করেন।

সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার উপকূলে অভিবাসীদের অনেক দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করে, তাই বিং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত লিবিয়াকে গঠনমূলক সহায়তা প্রদান করা, অভিবাসী শরণার্থীদের ব্যবস্থাপনার উন্নতি করা এবং মানবিক সহায়তা বৃদ্ধি করা।

লিবিয়ার সব পক্ষের জন্য "আলোচনা ও পরামর্শের মাধ্যমে তাদের মতপার্থক্য মীমাংসা করতে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতির প্রচার" করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চীনাদূত।

তিনি বলেন, লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আবদুলায়ে বাথিলির প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং আশা করে যে লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন সংলাপ ও পরামর্শের প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করবে।

শান্তা/রহমান