চীন-মার্কিন অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত
2024-04-17 16:38:30

এপ্রিল ১৭: চীন-মার্কিন অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। চীনা উপ-অর্থমন্ত্রী লিয়াও মিন ও মার্কিন উপ-অর্থমন্ত্রী জে শামবাঘ যৌথভাবে বৈঠক সভাপতিত্ব করেন।

দু’পক্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্যকে কেন্দ্র করে বৈশ্বিক ও চীন-মার্কিন সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, পরবর্তী যোগাযোগের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে গভীর, বাস্তব ও গঠনমূলক আলোচনা করেছে। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং, এবং ‘উত্পাদন দক্ষতা’ ইস্যুতে আরো প্রতিক্রিয়া জানিয়েছে। দু’পক্ষ যোগাযোগ ও বিনিময় অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

(তুহিনা/হাশিম/শিশির)