জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মানবসৃষ্ট দুর্ঘটনা দৃঢ়ভাবে প্রতিরোধের আহ্বান চীনের
2024-04-16 16:09:29

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মানবসৃষ্ট পারমাণবিক দুর্ঘটনা দৃঢ়ভাবে প্রতিরোধ এবং পারমাণবিক সুরক্ষার বটম লাইনকে কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ আহ্বান জানান।

ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি বেশ কয়েকবার হামলার প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে একটি বৈঠকে উপস্থিতরা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন যে জাপোরিজিয়া প্ল্যান্টে সাম্প্রতিক একাধিক হামলা প্ল্যান্টে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঁচটি নীতি লঙ্ঘন করেছে এবং এই দায়িত্বজ্ঞানহীন আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে।

বৈঠকে জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেন, দীর্ঘস্থায়ী ইউক্রেন সংকট একটি গুরুতর চ্যালেঞ্জ এবং ইউক্রেনের পারমাণবিক স্থাপনার নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি।  তিনি সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে বলেন, চীন আবারও সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত ও সংযত থাকার, কঠোরভাবে পরমাণু নিরাপত্তার বটমলাইন পর্যবেক্ষণ করার, পারমাণবিক স্থাপনাকে বিপন্ন করে এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলার  এবং মানবসৃষ্ট পারমাণবিক দুর্ঘটনাকে দৃঢ়ভাবে প্রতিরোধ করার আহ্বান জানায়।

কেং বলেন, "আমরা সকল পক্ষকে অবিভাজ্য নিরাপত্তার নীতিকে সমুন্নত রাখার জন্য, শান্তি ও স্থিতিশীলতার সামগ্রিক পরিস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করার এবং যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। পক্ষগুলোকে ধীরে ধীরে ঐকমত্য অর্জন করতে হবে এবং অনুকূল পরিস্থিতি তৈরি করতে দ্রুততম সময়ে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে হবে, পারমাণবিক স্থাপনার নিরাপত্তাসহ প্রাসঙ্গিক সমস্যাগুলোর যথাযথ নিষ্পত্তি করতে হবে।”

কেং উল্লেখ করেন যে চীন শান্তি আলোচনাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক মীমাংসায় গঠনমূলক ভূমিকা পালন করবে।

শান্তা/রহমান