ইয়েমেন পরিস্থিতির অবনতি এড়াতে চীনের আহ্বান
2024-04-16 18:11:33

এপ্রিল ১৬: চীন লোহিত সাগরের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম বজায় রাখতে ও উত্তেজনা বাড়ায়, এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানায়। জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (সোমবার) ইয়েমেন বিষয়ে নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় এ কথা বলেন।

কেং শুয়াং বলেন, বর্তমানে ইয়েমেনের পরিস্থিতি জটিল ও গুরুতর। ইয়েমেন ইস্যুতে জড়িত সকল পক্ষের উচিত রাজনৈতিক মীমাংসার সাধারণ নির্দেশনা মেনে চলা, হস্তক্ষেপ বন্ধ করা, সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া, ইয়েমেনের জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তাদের নেতৃত্বে একটি ব্যাপক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেয়া। চীন, ইয়েমেনের সব পক্ষকে সংযম প্রদর্শন করতে, পরিস্থিতির অবনতি এড়াতে এবং রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করার আহ্বান জানায়।

ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের প্রচেষ্টাকে সমর্থনের কথা জানিয়ে কেং শুয়াং বলেন, চীন আশা করে যে, সমস্ত পক্ষ, বিশেষ করে ইয়েমেন পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী দেশগুলো এ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবে।

(লিলি/হাশিম/শিশির)