বেইজিংয়ে শুরু হলো বার্ষিক ‘পাঠ মৌসুম’
2024-04-16 16:02:26

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে সোমবার ১৪তম বার্ষিক ‘পাঠ মৌসুম’ শুরু হয়েছে। পাঠ অভ্যাস বাড়াতে এবং বই পড়াকে উৎসাহ দিতে বেইজিং মহানগরীর বাসিন্দাদের জন্য কয়েক মাস ধরে প্রায় ৩০০ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে, ২৩ ধরনের বইকে ২০২৩ সালের  প্রকাশিত "বছরের সেরা বই" সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনীতে অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

এই বছর পড়ার মরসুমে, শহরটি একটি সেকেন্ড-হ্যান্ড বইয়ের বাজার, একটি কিশোর পাঠ উত্সব, এবং কমিউনিটি রিডিং বুথ সহ বিভিন্ন ধরণের কার্যক্রমের আয়োজন করবে।

শান্তা/রহমান