ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব চীনা প্রেসিডেন্টের
2024-04-16 17:09:06

 এপ্রিল ১৬:  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন।

 

বৈঠকে দু’নেতা ইউক্রেন সংকট নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন। দু’পক্ষ একমত হয়েছে যে, চীন ও জার্মানি জাতিসংঘ সনদ ও নিয়ম মেনে চলে এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর হামলা চালানোর বিরোধিতা করে। আন্তর্জাতিক খাদ্য সমস্যা যথার্থভাবে সমাধান করা হবে এবং আন্তর্জাতিক মনবিক আইন মেনে চলতে হবে বলেও একমত পোষণ করেন দু’নেতা।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে পরিস্থিতিতে সংকট গুরুতর বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে চাইলে সংশ্লিষ্ট পক্ষের  কয়েকটি নীতি মেনে চলা উচিত। এক, নিজের স্বার্থের বদলে শান্তি ও স্থিতিশীলতার সার্বিক পরিস্থিতি বিবেচনা করা। দুই, উস্কানি না দিয়ে পরিস্থিতি প্রশমন করা। তিন, শান্তি পুনরুদ্ধার জন্য ভিত্তি তৈরি করা এবং শেষে বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে বৈশ্বিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নষ্ট না করা।

চীন ইউক্রেন সংকটের সংশ্লিষ্ট পক্ষ বা অংশগ্রহণকারী নয় উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, তারপরও নিজস্ব পদ্ধতিতে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে বেইজিং। সংকট সমাধানের জন্য উপযোগী সব ধরনের প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং যথাসময়ে ইউক্রেন ও রাশিয়ার কাছে গ্রহণযোগ্য, একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকেও সমর্থন করে, যেখানে নানা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা যাবে।

এ বিষয়ে জার্মানির সঙ্গে চীন ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

(শিশির/হাশিম/লিলি)