ইন্দোনেশিয়াসহ তিন দেশ সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
2024-04-16 18:15:10

এপ্রিল ১৬: ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাপুয়া নিউ গিনি সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদ সম্মেলনে ১৮ এপ্রিল শুরু হতে যাওয়া এ সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মুখপাত্র বলেন, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং পাপুয়া নিউ গিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল দেশ এবং ভালো বন্ধু ও অংশীদার, যারা পরস্পরকে সম্মান করে। শীর্ষনেতাদের কূটনীতির কৌশলগত দিকনির্দেশনার অধীনে, তিনটি দেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রয়েছে। চীন, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার সাথে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য হাত মিলিয়েছে, পাপুয়া নিউ গিনির সাথে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহত রেখেছে এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ সহযোগিতাকে আরও গভীর করে চলেছে।

চীন উল্লেখিত তিন দেশসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ঐক্য ও সহযোগিতা জোরদার করে শান্তি রক্ষা করতে এবং এই অঞ্চল ও বিশ্বের শান্তি ও উন্নয়নে সক্রিয় অবদান রাখতে আগ্রহী বলে জানান মুখপাত্র।

(লিলি/হাশিম/শিশির)