‘ইউক্রেনের পারমাণবিক স্থাপনা রক্ষায় আইএইএ-র ভুমিকা সমর্থন করে চীন’
2024-04-16 11:29:51

এপ্রিল ১৬: গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং বলেন, ইউক্রেনের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র গঠনমূলক ভুমিকাকে তাঁর দেশ সমর্থন করে।

এদিন নিরাপত্তা পরিষদে আয়োজিত সংশ্লিষ্ট এক পর্যালোচনা-সভায় কেং আরও বলেন, ইউক্রেন সংকটের অন্তহীন উত্থান-পতন, স্থানীয় পারমাণবিক স্থাপনার নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ ও হুমকি হয়ে উঠেছে। এরই মধ্যে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের ওপর বহুবার ড্রোন হামলা হয়েছে। যদি এখানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে, তবে তার নেতিবাচক প্রতিক্রিয়া আশেপাশের দেশেও দেখা যাবে। তাই, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, গত মে মাসে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় ‘পাঁচ দফা নীতিমালা’ পেশ করেন আইএইএ’র মহাপরিচালক। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সংযম বজায় রেখে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি ইউক্রেন সংকটের একটি অংশ। তাই, এই সংকটের একটা রাজনৈতিক সমাধান জরুরি। চীন আশা করেন, ইউক্রেন সংকট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করে যাবে। চীন এ ব্যাপারে বরাবরের মতোই গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। (সুবর্ণা/আলিম/শিশির)