চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ
2024-04-16 11:28:41

এপ্রিল ১৬: গতকাল (সোমবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপে সিরিয়ায় ইরানি দূতাবাসে সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে ধরেন আব্দুল্লাহিয়ান এবং নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় প্রতিক্রিয়া না-দেখানোয় তেহরানকে আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থা নিতে হয়েছে বলে যুক্তি উত্থাপন করেন।

আব্দুল্লাহিয়ান বলেন, চলমান আঞ্চলিক পরিস্থিতি উত্তেজনাময়, তাই ইরান সংযম বজায় রাখতে চায় এবং পরিস্থিতির আরও অবনতি চায় না। পাশাপাশি, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ইরান আশা করে। এ ব্যাপারে চীনের ভূমিকাকে সমর্থন করে তেহরান। পাশাপাশি, চীনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ করতেও ইচ্ছুক তার দেশ।

জবাবে ওয়াং ই বলেন, সিরিয়ায় ইরানি দূতাবাসের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানায় চীন। এ ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। ইরান যে পাল্টা পদক্ষেপ নিয়েছে, তা আত্মরক্ষামূলক। চীন আশা করে, নিজের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার পাশাপাশি, আঞ্চলিক পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সক্ষম হবে ইরান।

গাজার সংঘর্ষ সম্পর্কে ওয়াং ই বলেন, এখন নিরাপত্তা পরিষদের ২৭২৮ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করা সবচেয়ে জরুরি; সেখানকার বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। চীন ইরানের সাথে যোগাযোগ বজায় রেখে, ফিলিস্তিন ইস্যুর সার্বিক, ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, চীন ও ইরান পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। তাই, বিভিন্ন খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে কাজ করে যাবে বেইজিং। (সুবর্ণা/আলিম/শিশির)