চীন বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় ইঞ্জিন: তুর্কি বিনিয়োগ ব্যুরো
2024-04-16 10:16:10

এপ্রিল ১৬: চীন বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় ইঞ্জিন। দেশটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখছে। তুর্কিয়ের বিনিয়োগ ব্যুরোর প্রধান বুরাক দাগলিওগ্লু সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর প্রতি চীনের দৃষ্টিভঙ্গি, তুর্কিয়েসহ অন্যান্য দেশের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি, চীনের উত্থাপিত ‘জয়-জয় সহযোগিতা’র উন্নয়ন-ধারণা ও অনুশীলন বিশ্বের জন্য কল্যাণ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, চীন বৈজ্ঞানিক সৃজনশীলতার আলোকে আধুনিক শিল্পব্যবস্থা তৈরী করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও জৈব প্রযুক্তিসহ নবোদিত শিল্পে দ্রুত উন্নতি করছে। এতে অনেক দেশ চীনের সাথে এসব খাতে সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠায় আকৃষ্ট হচ্ছে।

বর্তমানে ১ হাজার ৩ শতাধিক চীনা প্রতিষ্ঠান তুর্কিয়েতে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করছে। তাদের বিনিয়োগের মোট পরিমাণ ১৭০ কোটি মার্কিন ডলারের বেশি। বুরাক বিশ্বাস করেন, তুর্কি-চীন বিনিয়োগ সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধি ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে। (প্রেমা/আলিম/শিশির)