জাপানকে ভুল আচরণ বন্ধের তাগিদ চীনের
2024-04-16 18:21:59

এপ্রিল ১৬: জাপানকে বৈরিতা উস্কে দেওয়ার মতো ভুল আচরণ বন্ধ করার তাদিগ দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আজ জাপানের প্রকাশিত ২০২৪ সালের ‘কূটনৈতিক পরিকল্পনা’য় জাপান-চীন ‘কৌশলগত কল্যাণমূলক সম্পর্ক’ পুনরুদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে লি চিয়ান বলেন, গত বছরের নভেম্বর চীন ও জাপানের নেতারা সান ফ্রান্সিসকোতে বৈঠক করার সময়ে দু’দেশের সার্বিক কৌশলগত কল্যাণমূলক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করেন, যা দু’দেশের সম্পর্কের উন্নয়নের জন্য মূল রাজনৈতিক নির্দেশনা দিয়েছে।

তবে পরে জাপান প্রাসঙ্গিক পত্রে অব্যাহতভাবে চীনকে অপবাদ দেয়, তথাকথিত ‘চীনা হুমকি’ অতিরঞ্জিত করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করে। চীন এর তীব্র বিরোধিতা করে। চীন ভুল আচরণ এবং শিবির বৈরিতা উস্কে দেওয়া বন্ধ করতে জাপানকে তাগিদ দেয় এবং নিজে ‘কৌশলগত কল্যাণমূলক সম্পর্ক’ মেনে চলে এবং স্থিতিশীল ও গঠনমূলক চীন-জাপান সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে।

(তুহিনা/হাশিম/শিশির)